মানচিত্রে স্কেল প্রকাশের পদ্ধতি (method of showing scale in maps)
মানচিত্রে স্কেল প্রকাশের পদ্ধতি (method of showing scale in maps) মানচিত্রে স্কেল নিম্নলিখিত তিনটি পদ্ধতিতে প্রকাশ করা হয় (1)বিবৃতিমূলক স্কেল (2)সংখ্যা-সূচক ভগ্নাংশে প্রকাশ এবং (3)লৈখিক বা অঙ্কনের মাধ্যমে প্রকাশ- রৈখিক ও ডায়াগোনাল স্কেল। বিবৃতিমূলক স্কেল (statement scale) এই পদ্ধতিতে মানচিত্রে স্কেল বা অনুপাতকে লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন, "এক সেন্টিমিটারে চার কিলোমিটার" (one centimetre to four kilometre) অথবা "এক ইঞ্চিতে এক মাইল" (one inch to a mile) বা "চার ইঞ্চিতে এক মাইল" (four inch to a mile)। এরকম ভাবে বিবৃতির মাধ্যমে মানচিত্রে স্কেল দেওয়া থাকলে বুঝতে হবে যে, মানচিত্রে এক সেন্টিমিটার দূরত্ব প্রকৃত ভূমিভাগের চার কিলোমিটার দূরত্বকে অথবা মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব প্রকৃত ভূমিভাগের এক মাইল দূরত্বকে বা মানচিত্রে চার ইঞ্চি দূরত্ব প্রকৃত ভূমিভাগের এক মাইল দূরত্বকে নির্দেশ করছে। সংখ্যা-সূচক ভগ্নাংশ স্কেল (numerical fraction scale) বা ভগ্নাংশ সূচক স্কেল (representative fraction scale) ভগ্নাংশ সূচক স্কেল (representative fraction scale)-সংক্ষেপে R.F স্কেল …