ভ্রম বন্টন বা সংশোধন বা সমন্বয় সাধন পদ্ধতি ( method of Error distribution or correction or adjustment)

Alborigato
ভ্রম বন্টন বা সংশোধন বা সমন্বয় সাধন পদ্ধতি ( method of Error distribution or correction or adjustment) উপরে বেষ্টন জরিপে ফিল্ড বুক কিভাবে লেখা হয় তা দেখানো হলো। ওই ফেল বুক থেকে দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড বিয়ারিং ও ব্যাক বিয়ারিং এর মধ্যে পার্থক্য 180 ডিগ্রির হয় কম না হয় বেশি হয়েছে। এখন এই ভুল বা error টি সঠিক করার জন্য যে পরিমাণ ভুল রয়েছে তা ফরোয়ার ও ব্যাংক বিয়ারিং এর মধ্যে বন্টন করা সঠিক করতে হয়।AB নাইনের ক্ষেত্রে ফরওয়ার্ড ও বেক বিয়ারিং এর মধ্যে পার্থক্য 180°  চেয়ে 1°কম (-)হয়েছে। সুতরাং 30 মিনিট  বড় টির সঙ্গে যোগ ((249 ^ 0 * 15' + 30') = 249 ^ 0 * 45' ) এবং 30 মিনিটে ছোটটি থেকে বিয়োগ করা (70 ^ 0 * 15' - 30' * 69 ^ 0 * 45') হল। BC লাইনে 1 ডিগ্রি বেশি (+) হয়েছে। সুতরাং 30 মিনিট বড়টির থেকে বিয়োগ এবং 30° ছোটটির সঙ্গে যোগ করা হয়েছে। অনুরূপভাবে অন্য অঙ্কন পদ্ধতি (method of drawing) ধাপ- প্রথমে কাগজের মাঝ বরাবর এ স্টেশনটি একটি বিন্দুর দ্বারা নির্দেশ করে একটি উত্তর দিক (north line) অঙ্কন (Fig. 7.12 দেখো) করা হল। ধাপ- চাঁদা বা প্রোটেক্টরটির কেন্দ্রটি এ বিন্দুর…

একটি মন্তব্য পোস্ট করুন