মানচিত্র অভিক্ষেপ(Map Projection)
মানচিত্র অভিক্ষেপ(Map Projection) ভূমিকা (introduction) মানচিত্রের ইংরেজি প্রতিশব্দ 'map' ল্যাটিন শব্দ 'মাল্লা' (mappa) থেকে এসেছে। পৃথিবী বা পৃথিবীর কোনো অংশের প্রতিকৃতি এক টুকরো সমতল কাগজে প্রচলিত কিছু সাংকেতিক চিহ্ন অনুসরণ করে নির্দিষ্ট মাপে বা স্কেলে আঁকা হলে তাকে মানচিত্র বলে। অর্থাৎ নির্দিষ্ট স্কেলে ও নির্দিষ্ট অভিক্ষেপে পৃথিবী পৃষ্ঠের ভৌগোলিক উপাদানের লৈখিক উপস্থাপনাকে মানচিত্র বলা হয় (graphical representation of geographical certain scale and certain projection is called map) বিভিন্ন উদ্দেশ্যে বা প্রয়োজনে মানচিত্রের ব্যবহার করা হয়। পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানগুলির অবস্থান, বন্টন প্রভৃতি দেখানোর জন্য যেমন মানচিত্র ব্যবহার করা হয়। তেমনই পঠন-পাঠন, সম্পদের বন্টন, কৃষি ও শিল্পের বিভিন্ন পরিকল্পনায়, রাস্তাঘাট নির্মাণে, সামরিক প্রয়োজনে, পর্যটনের বিকাশে, মহাকাশ গবেষণায় প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে মানচিত্রের ব্যবহার করা হয়। মানচিত্র আঁকার জন্য দুটি উপাদানের প্রয়োজন-① ভৌগোলিক তথ্য এবং নির্দিষ্ট অবস্থান। বিভিন্ন উৎস থেকে ভৌগোলিক তথ্য সংগ্রহ করা হলেও এদের…