নিকটতম বা আসন্নমানের ধারণা (concept of rounding)
নিকটতম বা আসন্নমানের ধারণা (concept of rounding) ব্যবহারিক ভূগোলে বিশেষ করে কার্টেগ্রামস, মানচিত্র অভিক্ষেপ এবং রাশিবিজ্ঞানে ছোটো-বড়ো সংখ্যার প্রয়োগ রয়েছে। এই সংখ্যাগুলির প্রকৃতি সর্বদা আলাদা। সাধারণত দুই ধরনের সংখ্যা ব্যবহৃত হয়। যথা- পূর্ণসংখ্যা (whole number) দশমিক সংখ্যা (decimal number)। এই দুই রকম সংখ্যাকে গণনার (calculation) সুবিধার জন্য যে মান ধরা হয় তা হল আসন্নমান (rounding value or rounding off)। তবে এই দুই রকম সংখ্যাকে আসন্নমানে ধরে নিয়ে গণনা করলে ফলাফল তুলনামূলকভাবে কম নিখুঁত (accurate) হয়। তাহলেও এই আস্ত্রমানকে ব্যবহার করা সহজ। এজন্য গণিতে আসন্ন মান (rounding value) নির্ণয় পদ্ধতি বহুল প্রচলিত। আসন্ন মানের সংজ্ঞা (definition of rounding) (1)যে পদ্ধতিতে বিভিন্ন সংখ্যাকে তাদের নিকটতম সংখ্যায় প্রকাশ করা হয়, তাকে সংখ্যার নিকটতম মান বা আসন্ন মান বলা হয়। (2)Rounding means a number simplear but keeping its value close to what it was. (3)আসন্নমান (rounding) হল কোনো সংখ্যার কাছাকাছি সহজতম সংখ্যা। পূর্ণ সংখ্যার আসন্ন মান নির্ণয় (determination of rounding whole number পদ্ধতি (method) (1)কোনো প…