মানচিত্র স্কেল-এর ধারণা (concept of map scale)
মানচিত্র স্কেল-এর ধারণা (concept of map scale) (1)মানচিত্রে যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং ভূ-পৃষ্ঠে বা ভূমিভাগে ওই দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের যে অনুপাত (ratio) তাকে মানচিত্র স্কেল বলে। (2)কোনো নির্দিষ্ট মানচিত্র বিজ্ঞানসম্মতভাবে আঁকার জন্য যে মান (standard) এবং চিত্র (picture) ঠিক করা হয়, তাকেই মানচিত্র (মান ও চিত্র) স্কেল বা মানচিত্র মাপনি (map scale) বলে। (3)A scale is the ration between map distance and ground distance between two corresponding points or, In other words scale is the ratio between map distance and ground distance. দ্রষ্টব্য: মানচিত্র (map): কোনো নির্দিষ্ট মাপে পৃথিবীপৃষ্ঠকে আংশিক বা সম্পূর্ণভাবে চিত্রায়িত করা হলে তাকে মানচিত্র (map) বলা হয়। অর্থাৎ মানচিত্র হল- মান (standard)+ চিত্র (picture) = মানচিত্র (standard picture) মানচিত্র স্কেল-এর সূত্র- মানচিত্র স্কেল (MS)= মানচিত্রে দুটি স্থানের দূরত্ব (MD): ভূ-পৃষ্ঠে ওই দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্ব (GD) এখানে, MS map scale. MD map distance between two point. GD-ground distance between the same two point. উদাহরণ (…