কোরোক্রোম্যাটিক মানচিত্র-এর ধারণা (concept of chorochromatic map)

Alborigato
কোরোক্রোম্যাটিক মানচিত্র-এর ধারণা (concept of chorochromatic map) সংজ্ঞা (definition) ① বিভিন্ন প্রকার পরিসংখ্যান তথ্যগুলোকে একই মানচিত্রে দেখানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রং ব্যবহার করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে রং ব্যবহৃত মানচিত্র বা কোরোক্রোম্যাটিক মানচিত্র বলে। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) এই মানচিত্র 'টুকরো রং-এর মানচিত্র' (colour parch maps) নামে পরিচিত। ② যে মানচিত্রে বিভিন্ন রঙের মাধ্যমে বিভিন্ন বিষয় বা বিভিন্ন জিনিস সুন্দরভাবে দেখানো যায় তাকে কোরোক্রোম্যাটিক মানচিত্র (chorochromatic map) বলে। Choro = area এবং Chromos = colour | ③মানচিত্রে বিভিন্ন ভূমির ব্যবহারকে নির্দিষ্ট রং দিয়ে তুলে ধরলে যে রঙিন মানচিত্র পাওয়া যায় তাকে কোরোক্রো-ম্যাটিক মানচিত্র বলে। ④ বিভিন্ন ধরনের ভূমিব্যবহার (গ্রামীণ ও পৌর) দেখাতে উপাদানগুলির প্রকৃত রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এমন সব রঙের দ্বারা যে রঙিন অথচ গুণগত বিষয়ভিত্তিক মানচিত্র আঁকা হয় তাকে কোরোক্রোম্যাটিক মানচিত্র বলে। Choroarea, chromos = colour. spatial differences of statistical data area shown on the basis of tint variation or colour variation.…

একটি মন্তব্য পোস্ট করুন