মানচিত্র অঙ্কনবিদ্যার ধারণা (concept of cartography)
মানচিত্র অঙ্কনবিদ্যার ধারণা (concept of cartography) মানচিত্র অঙ্কনবিদ্যা বা কাটোগ্রাফি (cartography) শব্দটির। উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ কার্টেস (kartes) শব্দের অর্থ ম্যাপ বা মানচিত্র (map) এবং গ্রাফিন (graphein) শব্দের অর্থ আঁকা (write) অর্থাৎ মানচিত্র আঁকার অনুশীলন ও চর্চা হল কার্টোগ্রাফি। ম্যাপ শব্দটির উৎপত্তি লাতিন শব্দ 'ম্যাঙ্কা থেকে। যার অর্থ কাপড়। প্রাচীনকালে কাপড়, চামড়া, তুলোট কাগজের ওপর ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। তাই মানচিত্র অঙ্কন বিদ্যা বা বিষয়কে বলা হয় কার্টোগ্রাফি। এই বিষয়ের দ্বারা পৃথিবী বা ভূ-পৃষ্ঠ সংক্রান্ত বিভিন্ন তথ্যকে চিত্রের মাধ্যমে উপস্থাপনের পদ্ধতি জানা যায়। মানচিত্র অঙ্কনবিদ্যার সংজ্ঞা (definition of cartography) (1)মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় 'কার্টোগ্রাফি' (carto-graphy)। এই শাস্ত্র দ্বারা পৃথিবী বা ভূ-পৃষ্ঠ সংক্রান্ত বিভিন্ন তথ্যকে চিত্রের মাধ্যমে উপস্থাপনের পদ্ধতি বা কৌশল জানা যায়। (2)The Science of constructing maps and charts. It includes the making of original survey, selection of suitable map projections and decisions of colour…