নগরীয় এলাকা, পরিকল্পনা ও উন্নয়ন(Urban area, Planning and development)

Alborigato
নগরীয় এলাকা, পরিকল্পনা ও উন্নয়ন(Urban area, Planning and development)
নগরীয় এলাকা, পরিকল্পনা ও উন্নয়ন(Urban area, Planning and development) বিভিন্ন নগরীর এলাকার সাধারণ পরিচর (General identity of different Urban area) : আধুনিক সভ্যতার মেরুদণ্ডরূপে শহর বা নগরকেন্দ্রিক পরিসরগুলিতে নির্দিষ্ট কিছু পরিকল্পনা এবং পরিকল্পনাকে ঘিরে উন্নয়নের অনুক্রমিক ধারাবাহিকতা অনিবার্যভাবেই পরিলক্ষিত হয়। বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল প্রায় প্রতিটি দেশে মানুষের উৎকৃষ্ট জীবনমান রক্ষা, সর্বোচ্চ পরিসেবা প্রদান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে পৌরক্ষেত্রগুলি পরিপূর্ণ অবদান রেখে থাকে। বিশেষ করে, একটি শহর বা নগরের পরিপূর্ণ অবকাঠামো, উচ্চমানের ভোগ্যপণ্য, সর্বোচ্চ সহায় সম্পদের যোগান, পর্যাপ্ত বিনিয়োগ প্রভৃতি সুষম উন্নয়নকে সর্বদা কাঙ্ক্ষিত সক্ষমতায় নিয়ে যায়। এখানে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ শহর তথা নগর পরিকল্পনার প্রকৃতি, পর্যায়, কাঠামোগত নকশা এবং নগর প্রকৌশলী বিভিন্ন স্থানিক দৃষ্টিভঙ্গিকে উন্নয়ন সাপেক্ষে উপস্থাপন করা হল। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বের যাবতীয় পৌরক্ষেত্রগুলিকে আমরা শহর (Town), নগর (City), নগরাঞ্চল (City region) প্রভৃতি বিভিন্ন নামে …

একটি মন্তব্য পোস্ট করুন