অঞ্চলিক উন্নয়নের তাত্ত্বিক ধারণা এবং মডেলসমূহ (Theoretical Concept and Models in Regional Development
Alborigato
অঞ্চলিক উন্নয়নের তাত্ত্বিক ধারণা এবং মডেলসমূহ (Theoretical Concept and Models in Regional Development
অঞ্চলিক উন্নয়নের তাত্ত্বিক ধারণা এবং মডেলসমূহ (Theoretical Concept and Models in Regional Development পটভূমি (Background): আঞ্চলিক পরিকল্পনার বেশ কিছু তাৎপর্যপূর্ণ প্রশ্নকে সামনে রেখেই বিশ্বব্যাপী উন্নয়নের অধিকাংশ তত্ত্বগুলির উদ্ভাবন ঘটেছে। বিশেষ করে, বিভিন্ন রাষ্ট্র তথা অঞ্চলব্যাপী কীভাবে উন্নয়ন প্রক্রিয়া ঘটেছে? কিছু অঞ্চল অন্য কোনও অঞ্চলের থেকে উন্নয়নে কেন এগিয়ে বা পিছিয়ে থাকে? সমাজকল্যাণের নিরিখে উন্নয়নের স্তরগুলি কতটা যুগোপযোগী এই সমস্ত একাধিক প্রশ্ন বিগত প্রায় সত্তর বছরেরও বেশি সময় যাবৎ শুধু অর্থনীতিবিদদেরই নয়, বরং সমাজবিজ্ঞানী তথা ভূগোলবিদদের কাছেও আলোচনার একটি প্রধান বিষয়বস্তুতে পরিণত হয়। এরই ফলশ্রুতিতে, উন্নয়নের আলিঙ্গকে প্রতিফলিত একাধিক তত্ত্বগুলি মানবজীবনের পরিপূর্ণ সমৃদ্ধিকে অনিবার্য করে তুলেছে। [ উন্নয়নের সামগ্রিক পটভূমিকে 6 নং অধ্যায়ের 246 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে।। উদ্দেশ্য (Purpose): প্রতিটি উন্নয়ন তত্ত্ব গড়ে ওঠার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কাজ করে থাকে, যেমন- (1) উন্নত এবং উন্নয়নশীল দেশের আর্থসামাজিক ব্যবস্থার পরিমার্জনায় উন্নয়নের তত্ত্ব বা মডেলগুলিকে অনুসারী …