জলবায়ু অঞ্চলের দৈশিক বণ্টন (Spatial distribution of Climatic regions)
Alborigato
জলবায়ু অঞ্চলের দৈশিক বণ্টন (Spatial distribution of Climatic regions)
জলবায়ু অঞ্চলের দৈশিক বণ্টন (Spatial distribution of Climatic regions) উক্ত তিন ধরনের জলবায়ু অঞ্চলের সীমারেখার আকৃতি কীরূপ হবে, তা অলিভার একটি মডেলের মাধ্যমে তুলে হয়েন (চিত্র: 21.15)। চিত্র: 21.15 অনুযায়ী প্রাধান্য অঞ্চলগুলির আকৃতি ষড়ভুজের ন্যায়। ঋতুভিত্তিক অঞ্চলগুলি আয়তক্ষেত্রাকার এবং মিশ্রঅঞ্চলগুলির পরিসীমার আকৃতি ত্রিভুজের ন্যায়। পরিসীমার এরূপ আকৃতি বায়ুপুঞ্জের স্থিতিকালের সময় অনুপাতে নির্ণয় করা হয়েছে। যেমন-চিত্র: 21.15-এ ষড়ভুজের ভিতরে A, B, C নামক স্থানে যে-কোনো একটি বায়ুপুঞ্জেরই অাধিপত্য লক্ষ করা যায়। ধরা যাক, A স্থানে CT, B স্থানে CP এবং স্থানে mP বায়ুপুঞ্জ আধিপত্য বিস্তার করে। অন্যদিকে আয়তক্ষেত্রের মধ্যে যে-কোনো দুটি বায়ুপুঞ্জের ঋতুভিত্তিক প্রভাব লক্ষ করা যায়। যেমন- D স্থানে cP বছরের 75% সময় এবং CI বছরের 25% সময় ধরে আধিপত্য বিস্তার করে। আবার, ত্রিভুজের মধ্যে যে-কোনো স্থানে তিন বায়ুপুঞ্জের ঋতুভিত্তিক প্রভাব লক্ষ করা যায়। যেমন- স্থানে CT বায়ুপুঞ্জ বছরের 25% সময়, mP বছরের অর্ধেক সময় এবং cP বছরের 25% সময়ে আধিপত্য বিস্তার করে। এভাবে একাধিক বায়ুপুঞ্জের প্রাধান্য, ঋতুভিত্তিক অঞ…