ভৌগোলিক স্থানের উপস্থাপনা (Representing Geographic Space)

Alborigato
ভৌগোলিক স্থানের উপস্থাপনা (Representing Geographic Space) বাস্তব পৃথিবীর বিভিন্ন উপাদানগুলি দুটি প্রাথমিক অবস্থায় পাওয়া যায়। যেমন- বস্তু বা Object ও বিভিন্ন ঘটনাবলী বা Phenomena। বস্তুগত বিষয়গুলি স্বতন্ত্র ও নির্দিষ্ট, যেমন- বাড়িঘর, হাইওয়ে, শহর বা জাতীয় উদ্যান ইত্যাদি। আবার অবয়ব (Phenomena) বিশাল একাকাজুড়ে সমানভাবে বিস্তৃত হয়ে থাকে, যেমন- ভূমিরূপ, উন্নতা, বৃষ্টিপাত, Noise Level এবং অন্যান্য প্রাকৃতিক ঘটনাবলী সমুহ। ভৌগোলিক তথ্য বাস্তব পৃথিবীকে দুটি প্রাথমিক ভাবে বিভত্ব করে বর্ণনা করে দুটি পৃথক বিষয়কে Geographic Database দ্বারা বর্ণনা করা যায়। যেমন- (1) বস্তুগত কাঠামো বা Object Based Model (2) স্থানগত কাঠামো বা Field Based Model (Good Child, 1992, Wang and Howarth, 1994) (1) বস্তুগত কাঠামো (Object Based Model): বস্তুগত কাঠামো বা Object Based Model-এ বস্তুগুলি সতন্ত্র ও চিহ্নিতকরণ যোগ্য হওয়ায় ইহাকে ভৌগোলিক শানের (Geographic Space)-এর অর্ন্তভুক্ত করা হয়। সংজ্ঞানুসারে, কোন বস্তু হল দৈশিক উপাদান যা নিম্নোক্ত শর্তগুলিকে পালন করে- (1) ইহার নির্দিষ্ট সীমানা বা Spatial Extent বর্তমান। (2) ইহা কোন অভিপ্র…

একটি মন্তব্য পোস্ট করুন