রেডিওমেট্রিক সংশোধন (Rediometric Correction)
রেডিওমেট্রিক সংশোধন (Rediometric Correction) বায়ুমণ্ডলীয়, ভূপ্রাকৃতিক বৈচিত্র্যজনিত, সূর্যের কৌণিক অবস্থান, সংবেদকের বিচ্যুতি এবং বর্ণালীগত ত্রুটিজনিত কারণে উপগ্রহ চিত্রে যেসব ভুলভ্রান্তির সমাবেশ ঘটে তা সংশোধন করে সংবেদক দ্বারা গৃহীত আসল তথ্যকে নতুনভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপনযোগ্য করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলি ব্যবহার করা হয় তাকে রেডিওমেট্রিক সংশোধন পদ্ধতি বলে। অর্থাৎ, সংবেদক দ্বারা সংগৃহীত চিত্র তথ্যের কক্ষ (pixel) গুলির মানে (value) যখন ভুলের সমাবেশ ঘটে তখন এই ধরণের সংশোধনের প্রয়োজন হয়। এই ধরণের ত্রুটির জন্য প্রধানত দুটি কারণ দায়ী- 1. তথ্যসংগ্রাহক যন্ত্রপাতির ত্রুটি বিচ্যুতি 2. বায়ুমণ্ডলীয় প্রভাব রেডিওমেট্রিক সংশোধনের মাধ্যমে বায়ুমণ্ডলীয় অবনমন বা সংবেদকের ত্রুটির কারণে pixel-এ DN মানের যে ভুলের সন্নিবেশ ঘটে তা দূরীভূত করা হয়। এই ধরণের ভুল-ভ্রান্তি মূলত দুটি উপায়ে হয়ে থাকে- (1) ভূমিভাগের দৃশ্যের তুলনায় উপগ্রহচিত্রের কোন একটি ব্যান্ডের আপেক্ষিক উজ্জ্বলতার (Brightnes) বণ্টনের পার্থক্যীকরণ। (2) ভূমিভাগের কোন নির্দিষ্ট স্থানের বর্ণালীগত প্রতিফলনের (Spectral Reflactance) সঙ্গে উপগ্রহচিত্…