অ্যান্টার্কটিকায় ওজোন ক্ষত সৃষ্টির পদ্ধতি (Process of development of Ozone Hole)

Alborigato
অ্যান্টার্কটিকায় ওজোন ক্ষত সৃষ্টির পদ্ধতি (Process of development of Ozone Hole)
অ্যান্টার্কটিকায় ওজোন ক্ষত সৃষ্টির পদ্ধতি (Process of development of Ozone Hole) অ্যান্টার্কটিকা মহাদেশের ওপর ওজোন স্তরের ঘনত্ব কমার পিছনে রসায়নবিদরা মনুষ্য কারণে সৃষ্ট ক্লোরিন দূষণ ও ক্লোরোফ্লুরোকার্বনের অতিব্যবহারকে দায়ী করেছেন। এই সকল ক্লোরিন যৌগগুলি নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে গ্যাসীয় ক্লোরিন নাইট্রেট (CLONO,) এবং হাইড্রোজেন ক্লোরাইড (HCI) রূপে নিষ্ক্রিয় অবস্থায় উপস্থিত থাকে এবং নিম্নলিখিত পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায় ওজোন স্তরকে বিনষ্ট করে- প্রথম পর্যায়: শীতকালে অ্যান্টার্কটিকা মহাদেশে একটানা রাত্রিকালীন সময় সূর্যালোকের অনুপস্থিতিতে তাপমাত্রা দ্রুতগতিতে হ্রাস পায় এবং -৪০° সেঃ উন্নতায় নেমে আসে। এই সময়ে মেরুপ্রদেশীয় উচ্চচাপবলয় থেকে দক্ষিণ-পূর্ব মেরুবায়ু নিম্নচাপ বলয়ে উপস্থিত হয়ে ওপরে উঠতে থাকে এবং ঊর্ধ্বাকাশে এই বায়ু পুনরায় পশ্চিমা বায়ুরূপে মেরুপ্রদেশের দিকে ফিরে যায়। মেরুতে কোরিওলিস বল সর্বাধিক হওয়ায় এই বায়ুর গতিবেগ বেড়ে যায়। এর সঙ্গে বিক্ষেপণের মাত্রা বেড়ে যাওয়ায় দ্রুত পাক খেতে থাকে। ফলে কেন্দ্রে একটি আবর্তের (vortex) সৃষ্টি হয়। এই আবর্তের মধ্যস্থিত বায়ুর গতিবেগ 300 কিমিরও বেশি হয়। …

একটি মন্তব্য পোস্ট করুন