ভারতের আঞ্চলিক পরিকল্পনার প্রকৃতি (The nature of india's Regional Planning)

Alborigato
ভারতের আঞ্চলিক পরিকল্পনার প্রকৃতি (The nature of india's Regional Planning)
ভারতের আঞ্চলিক পরিকল্পনার প্রকৃতি (The nature of india's Regional Planning)  প্রকৃতিগত দিক থেকে ভারতের আঞ্চলিক পরিকল্পনা একটি নির্দিধ উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা (perspective planning), যেখানে আর্থ-সামাজিক বহুমুখী লক্ষ্যমাত্রা সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। • পঞ্চাশের দশক থেকে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত এদেশে গৃহীত পরিকল্পনাগুলির অধিকাংশই ছিল সোভিয়েত রাশিয়ার অনুকরণে পাঁচবছর মেয়াদি। • এখানকার পরিকল্পনার ধারায় গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক মূল্যবোধের গভীর সমন্বয় ঘটেছে। • ভারতের আঞ্চলিক পরিকল্পনায় মিশ্র অর্থনীতিকে সর্বাধিক প্রাধান্য দেওয়ার কারণে, প্রথম দিকের প্রায় সমস্ত পরিকল্পনাগুলিই ছিল পূর্ণাঙ্গ অর্থনীতিভিত্তিক। • বিগত সত্তর বছর যাবৎ ভারতে কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত ভাবধারায় যে সমস্ত পরিকল্পনা গড়ে তোলা হয়েছে, সেগুলি বিভিন্ন সময় একক অথবা বিচ্ছিন্নভাবে আঞ্চলিক উন্নয়নে অত্যন্ত প্রযোজ্য। • ভারতের বিভিন্ন আঞ্চলিক পরিকল্পনায় যে সমস্ত নীতি বা রূপরেখাগুলিকে সামনে রাখা হয়েছিল, তার মূলে ছিল জাতীয় ও স্থানীয় স্তরের বেশকিছু সমস্যার স্থায়ী সমাধান। • ভারতে আঞ্চলিক পরিকল্পনাগুলিকে উন্নয়মূলক বিভিন্ন স্তর…

একটি মন্তব্য পোস্ট করুন