যুক্তিগত ভ্রান্তি (Logical Error)
যুক্তিগত ভ্রান্তি (Logical Error) Database-এ সংরক্ষিত তথ্যগুলিকে এমনভাবে ব্যবহার করতে হবে যে তারা যেমন অর্থপূর্ণ ও প্রয়োগপোযোগী ফলাফল উৎপন্ন করে। এখানে Data-কে Illogically ব্যবহার করার সুযোগ থেকে যায়। যেমন- কোন একটি দিনের উপগ্রহচিত্র দ্বারা কোন বন্যা প্লাবিত অঞ্চলে মডেল তৈরী করা যায় না, তাই ঐ বন্যাপ্লাবিত অঞ্চলের মডেল গঠন ও সময়ের সঙ্গেঙ্গ তার পরিবর্তন দেখানোর জন্য বিমানচিত্র বা উপগ্রহচিত্রের Series প্রয়োজন হয়। খুলির তুলনা ঠিকঠাক না হয় বা ব্যবহার ঠিকঠাক না হয় তাহলে GIS Logically ঐ বিষয়ের বর্ণনা দিতে GIS 4 "Expert System" হিসেবে কিছু Rules বা নিয়ম কানুনের প্রবেশ ঘটানো যেতে পারে কিন্তুDeveloper-দেরও দেখতে হবে Model তৈরীর সময় নিয়মগুলি বাস্তব পৃথিবীর সঙ্গে ঠিকমত মিলছে কিনা। Burrough এবং McDonnel (1997)-এর মতে GIS-এর Error-গুলিকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়- Obvious Source of Error Errors Resulting from Natural Variations or from Original Measurement Error Arising through Processing নীচে এদের সম্পর্কে বর্ণনা করা হল- কখনো কখনো Data Source খুব পুরোনো হয় এবং বর্তমানে প্রচলিত Standard Precis…