অনুন্নয়ন বণ্টনের ক্ষেত্রে আরজিত্তিক শনাক্তকরণ প্রথা(Income-based indentification system in distribution of underdevelopment)
অনুন্নয়ন বণ্টনের ক্ষেত্রে আরজিত্তিক শনাক্তকরণ প্রথা (Income-based indentification system in distribution of underdevelopment) অনুন্নয়নের বণ্টনগত ক্ষেত্রে বর্তমানে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রভিত্তিক মানুষের গড় আয় সংক্রান্ত বিষয়টিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সাধারনত, আর্থিক তথ্যগুলির সঠিক বিচার-বিশ্লেষণ সংক্রান্ত এই প্রথায় এক-একটি দেশের উন্নয়নের চিত্রকে যেমন সহজেই তুলে ধরা যায়, অন্যদিকে দুই বা ততোধিক অন্যকোনও পিছিয়ে পড়া বা এগিয়ে থাকা দেশের উন্নয়নমূলক পরিস্থিতিকেও স্পষ্টত তুলনা করা যায়। 2019-20 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetery Fund) এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা মাথাপিছু মোট জাতীয় আয়ের (Gross Net Income) পরিপ্রেক্ষিতে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলিকে একাধিক শ্রেণিতে বিভক্ত করেছে। যেমন- (i) নিম্ন আয়ের দেশ: মাথাপিছু আয় 1,026 ডলার বা তার কম। (ii) মধ্যম আয়ের দেশ। মাথাপিছু আয় 1,026 ডলারের বেশি কিন্তু 12,375 ডলারের কম। (iii) উচ্চ আয়ের দেশ: মাথাপিছু আয় 12,375 ডলার বা তার বেশি। আবার, মধ্যম আয়ের অর্থনীতিকে আরও দুটি ভাগে বিভক্ত করা হয়েছে,…