অনুন্নয়নের প্রভাব (Impact of under development)

Alborigato
অনুন্নয়নের প্রভাব (Impact of under development) সাম্প্রতিককালে, অনুন্নয়নের ধারণাটি বোঝাতে গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা এর বেশ কয়েকটি প্রতিকূল প্রভাবকেও চিহ্নিত করে থাকেন, যেমন- (i) স্বল্পোন্নয়নের প্রেক্ষাপটটি মূলত প্রাথমিক অর্থনীতির সাথে সরাসরি সংযুক্ত। তাই এখানে সার্বিক উৎপাদন এবং মাথাপিছু উৎপাদন যথেষ্ট কম হয়ে থাকে। (ii) স্বল্পোন্নয়নের পরিস্থিতিতে নিম্নমানের মানবিক মূলধনকেন্দ্রিক পরিসরে অদক্ষতার চরম বহিঃপ্রকাশ ঘটে থাকে। (iii) অনুন্নয়নের মধ্যে থাকা দেশগুলিতে একদিকে যেমন জনসংখ্যার চাপ বেশি, তেমনই মূলধনের পরিমাণও কাঙ্ক্ষিত চাহিদার তুলনায় অনেক কম। ফলে, খুব স্বাভাবিক কারণেই অনুন্নয়নের পরিস্থিতিতে দারিদ্রের দুষ্ট চক্র (Vicious circle of poverty) পরিলক্ষিত হয়। (iv) একটি দেশের অনুন্নয়নের অবস্থায় পরিকাঠামোর সমস্ত ক্ষেত্রগুলি ভীষণভাবে বঞ্চিত থাকায় যেকোনে উদ্ভাবনা এখানে নির্দিষ্ট একটি গণ্ডিতে আবন্ধ হয়ে যায়। সেই কারণে, শিল্পে অনগ্রসরতা বা দ্বৈত অর্থনৈতিক অবস্থা অনুন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিকূল অবস্থা। (v) অনুন্নয়নমূলক পরিস্থিতি একটি দেশের প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার ঘটিয়ে সার্বি…

একটি মন্তব্য পোস্ট করুন