মানব উন্নয়ন সূচক (Human Development Index)
মানব উন্নয়ন সূচক (Human Development Index) মানব উন্নয়ন সূচক হল এমন একটি পরিসংখ্যানগত উপস্থাপনা, যা একটি দেশের সামগ্রিক উন্নয়ন অর্জনে সেখানকার সামাজিক ও অর্থনৈতিক উপাদানের বেশ কয়েকটি নির্ধারিত ক্ষেত্রকে সমৃদ্ধির কাঙ্ক্ষিত মাত্রায় (সুযোগ-সুবিধা, সুস্থতা, অংশগ্রহণ প্রভৃতি) প্রদর্শন করে থাকে। সাধারণত, মানব উন্নয়নের সূচক গণনায় মানুষের স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র, প্রত্যাশিত আয়ু, লিঙ্গ বৈষম্য, আয়ের পরিপ্রেক্ষিতে জীবনযাত্রার স্তর প্রভৃতি গণনা করা হয়। সাধারণত, মানব উন্নয়ন সুচক বিবেচনার বিভিন্ন ক্ষেত্র থাকলেও, তিনটি নির্বাচিত প্রধান বিষয়কে অর্থাৎ জীবনযাত্রার মান (Quality of life), দীর্ঘ- সুস্থ জীবন (Long-healthy life) এবং জ্ঞান (Knowledge)-কে মান্যতা দিয়েই বিভিন্ন দেশের HDI Rank প্রতিনিধিত্বমূলকভাবে উপস্থাপন করা যায়। এখানে মানব উন্নয়ন সূচকে বিচার্য মানদণ্ডগুলিকে 7.4 নং ধারণা চিত্রের উপস্থাপন করা হয়েছে। HDI হল মানব মূল্যায়নের স্বীকৃত একটি সরলীকৃত সমীকরণ, যেখানে ইয়াকিয়েন অর্জনের নির্ধারিত উপাদানগুলির গাড় মাত্রয়ী পরিমাপ্রেমাথারে জীবনযাত্রার কাঙ্ক্ষিত মান নির্ধারণ করা ধারণাচিত্রের মামার উন্নয়ন পরিম…