মহাবৃও (Greate Circle)

Alborigato
মহাবৃও (Greate Circle) Greate Circle বা মহাবৃত্ত হল গোলক বা পৃথিবী পৃষ্ঠের ওপর এমন একটি বৃত্ত যার তল পৃথিবীর কেন্দ্রতল দিয়ে বৈশিষ্ট্য(Characteristics): (i) মহাবৃত্তের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে অবস্থান করে। (ii) পৃথিবীর ওপর অঙ্কিত সমস্ত কাল্পনিক বৃত্তের মধ্যে এর পরিধি সব থেকে বেশী। [iii] এর ব্যাসার্ধ অন্যান্য বৃত্তের ব্যাসার্ধের তুলনায় সবচেয়ে বেশী। [iv] Shortest Path Analysis-এর সময় মহাবৃত্তের ব্যবহার হয়।

একটি মন্তব্য পোস্ট করুন