GIS-এর ফলাফল (Output of GIS)
GIS-এর ফলাফল (Output of GIS) প্রযুক্তিগত উন্নতি আমাদের জীবনকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে, যা থেকে GIS-ও বাদ যায় না। আমরা আগেই জানি যে, GIS থেকে উৎপন্ন ফলাফল Decision-making Processes এর কাজে লাগে। যদি GIS-এ আউটপুট প্রদানের ক্ষেত্রে সঠিক নির্দেশিকা না অবলম্বন করা হয় (যেমন-Data quality, Analysis-এ ভুল) তবে ঐ আউটপুটও একই মস্ত স্কুলের উৎস হতে পারে। কোন আউটপুট যতটা সম্ভব সরল ও সহজ হওয়া উচিত যা কোন দ্ব্যার্থ ভাব প্রকাশ করবে না। এখানে বিভিন্ন ধরনের Output যেমন- Text (Table, Lists, Number বা Queary-এর সাপেক্ষে কোন Text) Graphics (Maps, Screen Display, Graphs, Perspective Plots) Digital Data (Disk, Tape বা কোন Network-& Transmitted কোন তথ্য) Computer Generated Sound বা Image বর্তমানে বিভিন্ন Graphic Output (যেমন Map)-ই অধিক জনপ্রিয়। নীচে এদের সম্বন্ধে আলোচনা করা হল- চিত্রিত ফলাফল (Graphics Output): বিভিন্ন Graphic Output এর মধ্যে মানচিত্রই বেশী জনপ্রিয়। বর্তমানে বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে GIS মানচিত্র তৈরী হচ্ছে যা কোন বস্তুর দৈশিক তথ্য ছাড়াও এর আকার, আকৃতি, অবস্থান, ধরন, ধারাবাহিক সম্বন্ধে আমাদের জ…