GIS-এর ত্রুটি(ERROR IN GIS)
GIS-এর ত্রুটি(ERROR IN GIS) ভূমিকা (Introduction): GIS-এর বিভিন্ন ভুলভ্রান্তি বা ত্রুটি (Error) সম্পর্কে বিশদে আলোচনার পূর্বে আমরা দুটি বিষয় সমন্ধে জানব। যা - Accuracy এবং Precision-এ এদের মধ্যেকার পার্থক্য। এই দুটি শব্দ প্রায়শই GIS-এর ত্রুটিগুলিকে প্রকাশ করার জানল ব্যবহুত হয়। Accuracy হল সভ্যতার পরিমান (Degree of Trueness) অর্থাৎ কোন Data বা Information-সংঙ্গা বাস্তবের কতটা মিল আছে তা পরিমাপ করা হয়। Accuracy-এর দ্বারা কোন মানচিত্র থেকে প্রাপ্ত Data বা Information-এর গুণাগুন বিচার করা হয়। যাইহোক Accuracy-এর নানা মান থাকে যা "Level of Accuracy" নামে পরিচিত এবং তার ফলে Accuracy-এর জাখ্যাও পরিবর্তিত হয় (যেমন- Spatial/nonspatial Accuracy, Conceptual Accuracy এবং অন্যান্য)। নিঃসন্দেহে বলা যায় Precise Data কোন বস্তু বা Feature-এর সম্পর্কে আরো বেশী করে তথ্য দিতে সক্ষম। কিন্তু Accuracy-এর মতই কোন নির্দিষ্ট প্রয়োগ (Application)-এর ক্ষেত্রে "Level of Precision"-এর ভূমিকা উল্লেখযোগ্য। GIS-এ Error বা ত্রুটি বলতে বোঝায়, GIS-এ অনির্দিষ্ট ও ভুলভ্রান্তি যুক্ত Data-এর ব্যবহার ও সেই সঙ্…