GIS-এর তথ্য বিশ্লেষণ পদ্ধতি(DATA ANALYSIS IN GIS)

Alborigato
GIS-এর তথ্য বিশ্লেষণ পদ্ধতি(DATA ANALYSIS IN GIS) ভূমিকা (Introduction):  বর্তমান প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে GIS হল খুব উন্নত ধরনের একটি মানচিত্র তৈরির পদ্ধতি যেখানে নিজের প্রয়োজন এযায়ী তথাকে আমরা সাজিয়ে তা বিভিন্ন পদ্ধতির দ্বারা বিশ্লেষণ করতে পারি এবং তার মানচিত্র তৈরী করতে পারি। GIS এখড়ির দ্বারা আমরা অনেকগুলো তথ্যকে একসঙ্গে পরপর সাজিয়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরী করতে পারি এবং তা একসঙ্গো প্রয়োজন অনুযায়ী বিশ্লেষণ করতে পারি। এই GIS পদ্ধতি ব্যবহার করে অনেক গবেষকগণ তাদের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য, নীংেশ, আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি প্রকৃত পৃথিবীর সাপেক্ষে তুলে ধরতে পারেন। বিগত 30 বছরের মধ্যে GIS প্রযুক্তিবিদ্যাসা থেকে বেশী উন্নতি লাভ করেছে যা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে সক্ষম।  1.ভৌগোলিক অঞ্চলটিতে কি কি বস্তু অবস্থান করছে। 2.মানচিত্র গঠনের পরিমাণের ভিন্নতা। সবচেয়ে কম এবং সবথেকে বেশী। 3.মানচিত্রায়নের ক্ষেত্রে তথ্যের ঘনত্ব। 4.মানচিত্রের মধ্যে কি তথ্য আছে তা খুঁজে বের করা। 5. নির্দিষ্ট স্থানটির সবচেয়ে কাছে কি স্থান, বস্তু অবস্থান করছে তা খুঁজে বের করা। 6.মানচিত্রের মধ্যে পরিবর্তন খুঁজে বের করা। G…

একটি মন্তব্য পোস্ট করুন