GIS ব্যবস্থা প্রয়োগের পরিধি (Area of GIS Application)
GIS ব্যবস্থা প্রয়োগের পরিধি (Area of GIS Application) বর্তমানে GIS-একটি এমন জায়গায় পৌঁছেছে যে জীবনের প্রতিটি পদক্ষেপেই GIS-একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত 10 বছরে GIS এমত অভূতপূর্ব ও চমকপ্রদ সাফল্য অর্জন করেছে যে ইহা আমাদের সমাজের মূলস্রোতের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অনেকেই GIS-এর সম্বন্ধে অবগত না হয়েও GIS Technology ব্যবহার করেন, বিশেষত তখনই যখন GIS Technology Wet Technology এর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে। নীচে কিছু স্থান বা বিষয় সম্পর্কে বর্ণনা করা হল, যেখানে GIS বহুলভাবে ব্যবহৃত হয়- 1. সুবিধা সম্পাদন (Facilities Mangement): Large Scale-এর Map ও নিখুঁত Map এবং Network Analysis প্রভৃতি GIS-এর Product-গুলি প্রধানত Utility Management, Network Management, মাটির নীচে পাইপ ও Cable-এর অবস্থান, Telecommunication Network Services, Energy Used Tracking Planning, Infrasturcture Planning-এর কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়। 2. পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা (Environment and Natural Resource Management): মাঝারি বা ছোট স্কেল যুক্ত মানচিত্র এবং উপগ্রহ চিত্র বা বিমান চিত্রের …