নিয়ামক বিশ্লেষণ পদ্ধতি (Factor analysis method)

Alborigato
নিয়ামক বিশ্লেষণ পদ্ধতি (Factor analysis method)
নিয়ামক বিশ্লেষণ পদ্ধতি (Factor analysis method) বর্তমানে আঞ্চলিকীকরণে আধুনিক তথা গাণিতিক কৌশলরূপে সর্বাধিক ব্যবহার করা হয় নিয়ামক বিশ্লেষণ পশ্চতি। এটি এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে অঞ্চলভিত্তিক বিভিন্ন ঘটনার নিয়মানুবর্তিতা, পুনরাবৃত্তি অথবা আঞ্চলিক উপাদানগুলিকে শৃঙ্খলাভাবে উপলব্ধি করা যায।  1961 খ্রিস্টাব্দে পরিকল্পনাবিদ বি. জে. বেরি (B. J. Berry) আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই গন্ধতিটিকে আঞ্চলিকীকরণে ব্যবহার করেন। অবশ্য পরবর্তীকালে এটিকে উত্তর-পশ্চিম যুক্তরাজ্যের অনুন্নত অঞ্চলের সীমানা নির্ধারণে (1968 খ্রিস্টাব্দে) ডি. এম. স্মিথ (D. M. Smith) বিশেষভাবে প্রয়োগ করেছিলেন। এক্ষেত্রে, স্মিথ দুটি গুরুত্বপূর্ণ নিয়ামককে প্রাধান্য দিয়েছিলেন, যথ্য-শিল্প নিয়ামক এবং সামাজিক নিয়ামক (ধারণাচিত্রে প্রদর্শিত হয়েছে)। স্মিথ মনে করেন, যেখানে বা যে সমস্ত অঞ্চলে এই দুটি নিয়ামক সবচেয়ে প্রভাবশীল, সেটিই সমৃদ্ধ অঞ্চলরূপে পরিগণিত হবে। স্মিথ উল্লিখিত নিয়ামকগুলির ওপর ভিত্তি করেই যুক্তরাজ্যের পূর্ব ল্যাঙ্কাশায়ার একটি 'অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল' এবং মধ্য ল্যাঙ্কাশায়ারের তুলাবলয় একটি অন্যতম 'সমস্যাসংকুল অঞ্…

একটি মন্তব্য পোস্ট করুন