অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য (Difference between economic growth and economic development)

Alborigato
অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য (Difference between economic growth and economic development)
অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য (Difference between economic growth and economic development) সামাজিক উন্নয়ন (Social development): ধারণা (Concept): সমাজবদ্ধ মানুষের সার্বিক সমৃদ্ধি এবং সুস্থতার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হল সামাজিক উন্নয়ন। বস্তুত, সমাজের প্রতিটি ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণকে পূর্ণ সম্ভাবনার স্তরে পৌঁছে দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টাকেই সামাজিক উন্নয়ন বলা হয়। জেমস মিজলের মতে, "উন্নয়ন ধারার গতিশীলতায় সামগ্রিকভাবে জনগণের জীবনমানের শ্রীবৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিতভাবে সামাজিক পরিবর্তনসাধনের প্রক্রিয়াই হল সামাজিক উন্নয়ন।" অন্যদিকে, বিখ্যাত সমাজবিদ রবার্ট এল বার্ক বলেছেন-আর্থ-সামাজিক পরিসরে প্রতিটি মানুষের শিক্ষা ও স্বাস্থ্যগত চাহিদা পূরণের লক্ষ্যে প্রচলিত কর্মসূচি, সুযোগ বা সেবামূলক প্রক্রিয়াই হল সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দারিদ্র বিমোচন, নারী ক্ষমতায়ন, শিক্ষার হার বৃদ্ধি, মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাস, নাগরিক বৈষম্য দূরীকরণ প্রভৃতি বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়। এখানে, সামাজিক উন্নয়নের বিষয়টিকে 6.24 নং ধারণাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হল। উ…

একটি মন্তব্য পোস্ট করুন