তথ্যভিত্তির ধারণা ও সৃষ্ট(DATABASE CONCEPT AND DATABASE CREATION)
তথ্যভিত্তির ধারণা ও সৃষ্ট(DATABASE CONCEPT AND DATABASE CREATION) ভূমিকা (Introduction): Database Management System হল একটি কম্পিউটার প্রোগ্রাম যার দ্বারা আমরা তথ্যকে সঞ্চয় করতে পারি। সঞ্জিত স্থান থেকে খুঁজে বের করতে পারি, বিশ্লেষণ করতে পারি এবং সেই তথ্য দ্বারা ফলাফল দিতে পারি। GIS তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে বিশাল পরিমাণ স্থানিক তথ্যগুলিকে প্রয়োজন অনুযায়ী সাজানো, বিশ্লেষণ এবং ফলাফল তৈরি করার জন্য ডেটাবেস ব্যবস্থা বিশেষভাবে প্রয়োজন। ডেটাবেস ছাড়া একটি GIS ব্যবস্থা একটি CAD Software-এর মত কাজ করে। CAD Software-এ কোন ডেটাবেস থাকে না কিন্তু GIS Software-এ নিজস্ব ডেটাবেস থাকে যা ওই বস্তুর বিশ্লেষণে সুবিধা প্রদান করে। এমনকি ইহা অন্যান্য ডেটাবেস যেমন Oracle, MS Access, MS Excel, Informix, INGRESS, Sybase এবং Dbase-এর সঙ্গেও সংযুক্ত হতে সক্ষম যা তথ্যের বিশ্লেষণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GIS-এর ক্ষেত্রে প্রথম অবস্থায় তথ্যগুলি Flat File হিসাবে সঞ্চিত হত যেখানে তথ্যগুলি কোনভাবেই সাজানো থাকত না। ফলে তথ্য খুঁজে পাওয়া এবং বিশ্লেষণের ক্ষেত্রে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হত। কিন্তু বর্তমানে এইসব অস…