পশ্চিম উপকূলীয় শীতল নাতিশীতোন্ন জলবায়ু (Cool Temparate West Coast Climate)

Alborigato
পশ্চিম উপকূলীয় শীতল নাতিশীতোন্ন জলবায়ু (Cool Temparate West Coast Climate)
পশ্চিম উপকূলীয় শীতল নাতিশীতোন্ন জলবায়ু (Cool Temparate West Coast Climate) প্রধানত উত্তর গোলার্ধে মহাদেশের পশ্চিম উপকূলে মহাসাগরীয় বায়ুপুঞ্জ এবং উয় সমুদ্রস্রোত প্রভাবিত সালভাগ এই জলবায়ুর অন্তর্গত। • ভৌগোলিক অবাধান (Geographical Location) অক্ষাংশগত অবস্থান এই জলবায়ু অঞ্চলটি মূলত 35° উঃ-60° উঃ অক্ষাংশের মধ্যে অবস্থান করে।  দেশীয় অবস্থান‌ইউরোপ উত্তর-পশ্চিম ইউরোপ (ব্রিটিশ দ্বীপপুঞ্জ, পশ্চিম ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ডেনমার্ক, নরওয়ের দক্ষিণাংশ), বাল্টিক সাগর সংলগ্ন পশ্চিমি ইউরোপ। উত্তর আমেরিককানাডার পশ্চিম অংশ, উত্তর-পশ্চিম যুক্তরাষ্ট্র। দক্ষিন আমেরিক। দক্ষিণ চিলি (পুয়ের্তোরিকো থেকে কেপহর্ন)। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপীয় অংশ • জলবায়ুর বেশিস্টন( Characterishes of the Climatel) 1. উয়তা সংক্রান্ত বৈশিষ্ট (i) এই জলবায়ুটি মূলত খুবই শীতল প্রকৃতির (ii) এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মের গড় উয়তা 18° সেঃ -25° সেঃ-এর মধ্যে এবং শীতকালে 2 সেঃ থেকে 10° সেঃ এর মধ্যে থাকে। (iii) এই জলবায়ুতে মূলত চারটি ঋতুর প্রাধান্য লক্ষ করা যায়। যথা-শীত, গ্রীষ্ম, শরৎ ও বসন্…

একটি মন্তব্য পোস্ট করুন