প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারণা(Concept of Growth and Development)

Alborigato
প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারণা(Concept of Growth and Development)
প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারণা (Concept of Growth and Development) প্রবৃদ্ধি (Growth) ধারনা (Concept): অধিকাংশ মানুষের কাছেই উন্নয়ন (Development) এবং প্রবৃদ্ধি (Growth) শব্দ দুটি প্রায় একই অর্থ বহন করে। আসলে, কোনও একটি দেশের ধারাবাহিক সমৃদ্ধির কাঙ্ক্ষিত যেকোনো পরিবর্তন প্রসঙ্গেই এই দুটি শব্দাকে পাশাপাশি ব্যবহার করা হয়। তবে, প্রবৃদ্ধিকে প্রাতিষ্ঠানিক বা উৎপাদনক্ষেত্রের বর্ধনশীল প্রক্রিয়ার একটি বিশেষ পর্যায়রূপে গণ্য করা হলেও, শাস্ত্র অনুযায়ী কিন্তু প্রবৃদ্ধির ধারণাটিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করা হয়েছে। যেমন- • Merriam Webster অভিধানে প্রবৃদ্ধিকে stage in the process of growing" ৰূপে আখ্যায়িত। • সংখ্যাতাত্ত্বিক দিক থেকে প্রবৃদ্ধিকে আকার, সংখ্যা, মান বা শক্তি, বৃদ্ধি বা সম্প্রসারণ ( An increase, as in  size, number, value or strength; extension। • অর্থনীতির দৃষ্টিকোণ থেকে প্রবৃদ্ধি হল-প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে প্রত্যাশিত বিনিয়োগমূলক যে কোনো ক্ষেত্র থেকে আয় এবং গড়ের চেয়ে বেশি পরিমাণ রিটার্নের প্রাপ্যতা। আরও সহজ ভাষায় বলতে গেলে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনও একটি দেশের মোট উৎপাদন হারের বৃদ্ধির স…

একটি মন্তব্য পোস্ট করুন