বাফারের শ্রেণিবিভাগ (Buffer Classification According to Distance)
Alborigato
বাফারের শ্রেণিবিভাগ (Buffer Classification According to Distance)
বাফারের শ্রেণিবিভাগ (Buffer Classification According to Distance) ভেক্টর তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে দূরত্ব অনুযায়ী বাফারকে কয়েক ভাগে ভাগ করা যায়। যথা- (i) আর্বিটারী বাফার (Arbitary Buffer): কিছু কিছু বাফারের ক্ষেত্রে কোন বস্তু বা অবয়রকে কেন্দ্র করে যখন অজানা কোন দূরত্ব অনুযায়ী বাফার তৈরী করা হয় তখন তাকে Arbitary Buffer বলে। এক্ষেত্রে মনে হতে পারে এই ধরণের বাফার দেখা যায় না। কিন্তু অনেক ক্ষেত্রেই বাস্তব পৃথিবীতে এই ধরণের বাফার চোখে পড়ে। উদাহারণস্বরূপ বলা যায়, যখন কোন বিল্ডিং তৈরী হয়, তখন নরম মশলা যাতে গড়িয়ে না পড়ে বা অন্যান্য অংশ ধ্বসে না পড়ে সেই জন্য অনেক প্রতিরোধ গড়ে তোলা হয়, যা এই ধরণের বাফারের উদহারণ। তবে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে, যতটা প্রয়োজন তার চেয়ে বেশীরভাগ অংশ এই বাফারের অন্তর্ভুক্ত হয়ে আছে। (ii) কজেটিভ বাফার (Causative Buffer): এই প্রকার বাফার দেখা যায় বেশীরভাগ ক্ষেত্রে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভূমিপৃষ্ঠের উপর। এই প্রকার বাফার দ্বিতীয় পর্যায় ভিত্তিকও তৈরী হতে পারে যা লক্ষ্যবস্তু থেকে জ্যামিতিক নীতি অনুযায়ী না চলে কাজ বা নির্দিষ্ট কর্ম অনুযায়ী প্রসারিত হয়। একে Causative Buffer ব…