আঞ্চলিক উন্নয়নের তাত্ত্বিক ধারণা এবং মডেলসমূহ
আঞ্চলিক উন্নয়নের তাত্ত্বিক ধারণা এবং মডেলসমূহ আর. পি. মিশ্র'র প্রবৃদ্ধি নাভি তত্ত্ব (Growth Foci theory by R. P. Mishra) : বিংশ শতাব্দীতে ভারতের আঞ্চলিক পরিকল্পনা তথা উন্নয়নের ক্ষেত্রপটে যে কয়েকজন প্রথিতযশা গবেষক উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অধ্যাপক রামেশ্বর প্রসাদ মিশ্র (R. P. Mishra)| তিনি আঞ্চলিক বিকাশের মেরুতত্ত্বীয় কাঠামোয় উন্নত পশ্চিমি দেশগুলির সাথে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির একটি স্পষ্ট পার্থক্য চিহ্নিত করেছিলেন। তাঁর মতে, আপেক্ষিকভাবে উন্নত এবং উন্নয়নশীল সমস্ত দেশেরই বিকাশের ধারা কখনোই সমানভাবে একই ধরনের প্রেক্ষাপটে সম্পন্ন হয় না। অধ্যাপক মিশ্র এই ধারণাকে স্থানিক দৃষ্টান্তের মাধ্যমে সর্বসম্মত ভাবে তুলে ধরতেই প্রবৃদ্ধি নাভি তত্ত্ব (Growth foci theory)-টির অবতারণা করেন। প্রবৃদ্ধি নাভির ধারণা (Concept of Growth foci): প্রবৃদ্ধি নাভি হল আঞ্চলিক স্তরে গড়ে ওঠা এমন কতকগুলি পরিসেবা প্রদানকারী উদ্ভাবনামূলক ক্ষেত্র, যেগুলিকে সাধারণত প্রশাসন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, বিনোদন, বাজার এবং অন্যান্য বেশকিছু নির্দিষ্ট আর্থসামাজিক সূচকের সাহায্যে চিহ্নিত কর…