ভৌগোলিক তথ্যের সংখ্যাগত উপস্থাপনা(DIGITAL REPRESENTATION OF GEOGRAPHIC DATA) ভূমিকা (Introduction): Digital Geographic Data হল একপ্রকার সংখ্যাগত কম্পিউটার এর সহায়তায় GIS ও মানচিত্রের কাজের মাধ্যমে বা। স্থাপনা পদ্ধতি যা নির্দিষ্ট সাংকেতিক (Coded) পয়ে পৃথিবীর (Real-world) বৈশিষ্ট্যাবলী ও ঘটনাবলীতে উপস্থাপনে সহায়তা করে। Geographic Data-কে GIS-এ ব্যবহার করার জন্য Data-কে অবশ্যই প্রথমে Digital Format-এ পরিবর্তিত করে Geographic Database হিসেবে গঠিত হতে হবে। তখনই ঐ Digital Database আমাদের বাস্তব পৃথিবীর উপলব্ধি করাতে সক্ষম হবে, যে ধারণা আমরা প্রচলিত মানচিত্র থেকে পাই। Digital Database ও প্রচলিত মানচিত্র উপস্থাপন পদ্ধতির মধ্যে কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। প্রচলিত কাগজ মানচিত্রের দ্বারা বাস্তব পৃথিবীর একটি নির্দিষ্ট সময়ের সাধারণ ব্যবহারোপযোগী ঘটনাবলীর একঝলক দেখতে পাওয়া যায়। কিন্তু Digital Geographic Data-এর মাধ্যমে অনেকগুলি প্রক্রিয়া একসঙ্গে সাধিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল-দৈশিক তথ্যবলীর তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং চিত্রদ্বারা প্রদর্শন। অন্যভাবে বলা যায় যে Digital…