GIS-এর তথ্য বিশ্লেষণ (GIS Data Analysis) ভৌগোলিক তথ্য ব্যবস্থায় বিভিন্ন তথ্যের ব্যাখ্যা বিভিন্ন নিয়মে বিভিন্নভাবে করা হয়। GIS-এর ক্ষেত্রে সাধারণত দুই প্রকার তথ্য ব্যবহার করা হয়। যথা-রাস্টার তথ্য ব্যবস্থা এবং ভেক্টর তথ্য ব্যবস্থা। এই সব তথ্য ব্যবস্থার বিশ্লেষণ বিভিন্ন প্রকার পদ্ধতির দ্বারা সংঘটিত হয়। রাস্টার ডেটা তথ্যের বিশ্লেষণ (Raster Data Analysis): রাস্টার ডেটা মডেলে কোন স্থান প্রতিস্থাপন করার জন্য নিয়মিত গ্রিড ব্যবহার করা হয় এবং প্রতিটি গ্রিডের কোষের মূল্য স্থানীয় দৃশ্যগুলির বৈশিষ্ট্য নির্ণয় করে এবং নির্দিষ্ট কোষ অবস্থান (Cell Location) দ্বারা গঠিত। রাস্টারের এই সাধারণ গঠন শুধুমাত্র গণনার ক্ষেত্রেই সাহায্য করে না, বিভিন্ন প্রকৃতির তথ্যের ব্যাখ্যার ক্ষেত্রেও সুবিধা করে দেয়। ভেক্টর তথ্য গঠনের যেমন বিন্দু, রেখা ও ক্ষেত্র প্রভৃতি ব্যবহার করা হয় তেমনি রাস্টার তথ্য ব্যাখ্যা কোষ ও রাস্টারের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। মূলত রাস্টার ডেটা বলতে উপগ্রহচিত্র, Digital Elevation Model ইত্যাদিই বেশীর ভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্থানীয় ক্রিয়াশীলতা (Local Operation): রাস্টার তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে Local …
Notification texts go here... Link
Reach out!