কোপেনকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন, 1919, 1923, 1928, 1931
কোপেনকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন, 1919, 1923, 1928, 1931 1918 সালে পৃথিবীর জলবায়ুর পূর্ণাঙ্গং শ্রেণিবিভাজনের পর থেকে আমৃত্যু কোপেন পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাজন করে যান। 1918-এর পর 1919, 1923, 1928, 1931 এবং সর্বশেষে 1936 সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তিনি পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাজন নিয়ে তাঁর বক্তব্যগুলিকে পরিমার্জনা করেন। তবে কোপেনের 1936 সাল বাদ দিয়ে উক্ত বাকি প্রতিবেদনগুলিতে নতুন কোনো জলবায়ু অঞ্চলের অবতারণা করেননি। এই প্রতিবেদনগুলিকে তিনি বারবার আর্দ্র থেকে স্তেপ জলবায়ু এবং স্তেপ থেকে শূদ্ধ জলবায়ুর মধ্যে ঋতুভেদে উয়তার সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্কের ভিত্তিতে সীমারেখা টানার যে মানদণ্ড 1918 সালের শ্রেণিবিভাজনের সময় করেছিলেন সেই সমীকরণগুলিকে পরিবর্তন করে বারবার নতুন সমীকরণ তৈরি করেন। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, 1918 সালে তৈরি করা সমীকরণটিতে কোপেনের জলবায়ু অঞ্চলের সীমানা নির্ধারণের জন্য কেবলমাত্র উয়তা ও আর্দ্রতার বণ্টনের মধ্যে কেবলমাত্র আঞ্চলিক পার্থক্যকেই গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু ঋতুভেদে উন্নতা ও আর্দ্রতার পার্থক্যকে কোনো গুরুত্ব দেননি। তাই তাঁর পরবর্তী প্রতিবেদনগুলিতে …