কোপেনকৃত জলবায়ু অঞ্চল, 1918 (Köppen's climatic classification, 1918)
কোপেনকৃত জলবায়ু অঞ্চল, 1918 (Köppen's climatic classification, 1918) 1900 সালে তৈরি করা বিশ্ব জলবায়ুর শ্রেণিবিভাজনের ভিত্তিগুলিকে কিছুটা পরিমার্জিত করে কোপেন 1918 সালে জার্মান ভাষায় প্রকাশিত "Klassifikation der klimate nach temperature, Nicderschlag und Jahreslauf!" প্রতিবেদনে পুনরায় বিশ্ব জলবায়ুর শ্রেণিবিভাজন করেন এবং পৃথিবীর মানচিত্রে অঞ্চলগুলিকে তুলে ধরেন। 1918 সালে জলবায়ুর শ্রেণিবিভাজনের সময় কোপেন এর ভিত্তি হিসেবে বৃষ্টিপাতের সঙ্গে কার্যকরী বৃষ্টিপাতের ধারণাকে যুক্ত করেন। কারণ তিনি উপলব্ধি করেন যে, উদ্ভিদের বৃদ্ধি কেবলমাত্র মোট বার্ষিক বৃষ্টিপাতের ওপরই নির্ভর করে না। বরং এটি বাষ্পীভবনের হারের ওপর অনেকটাই নির্ভরশীল। তাঁর মতে, কার্যকরী বৃষ্টিপাত হল কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে সংঘটিত মোট বৃষ্টিপাত থেকে মোট বাষ্পীভবন ও বাষ্পীয় মোচনের বিয়োগ ফল। এ ছাড়া 1918 সালে শ্রেণিবিভাজনটিতে কোলেন উপজলবায়ু অঞ্চলগুলিকে ঋতুভেদে আর্দ্রতা, উয়তা, বাষ্পীভবনের হার, তুষারপাত ইত্যাদি আরও অন্যান্য জলবায়ুগত উপাদানগুলির স্থানিক পার্থক্যের ভিত্তি কে অনেকগুলি অণুজলবায়ু অঞ্চলে (micro climatic…