কোপেনকৃত জলবায়ু অঞ্চল, 1900 (Köppen's climatic classification, 1900)

Alborigato
কোপেনকৃত জলবায়ু অঞ্চল, 1900 (Köppen's climatic classification, 1900)
কোপেনকৃত জলবায়ু অঞ্চল, 1900 (Köppen's climatic classification, 1900) 1884 খ্রিস্টাব্দে তৈরি করা তাপীয় অঞ্চলের মানচিত্রটি জনমানসে সর্বপ্রথম জলবায়ু অঞ্চল বিভাজনের ধারণার উদ্ভব ঘটালেও 1900 সালে জার্মান ভাষায় প্রকাশিত 'Versuch einer klassification der klimate, vorzugsw cise nach ihren. Bezichumgen Zur Pflanzenwelt' শীর্ষক প্রতিবেদনে কোপেন সর্বপ্রথম পৃথিবীকে কতকগুলি জলবায়ু অঞ্চলে বিভাজন করেন। 1900 সালের এই বিশ্ব জলবায়ু অঞ্চল শ্রেণিবিভাজনের ক্ষেত্রে কোপেন উদ্ভিদবিদ অ্যালফোনসে-ডি-ক্যানডোলে (Alphonse de Candole)-এর 1874 সালে তৈরি করা পৃথিবীর স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাজনকে অনুসরণ করেন। ক্যানডোলে স্বাভাবিক উদ্ভিদের বণ্টনের মানচিত্র প্রস্তুতের ক্ষেত্রে বিভিন্ন ভূতাত্ত্বিকযুগে উদ্ভিদের বিন্যাসকে পর্যবেক্ষণ করেন এবং উন্নতা ও আর্দ্রতার আঞ্চলিক বণ্টনের তারতম্যকে অনুসরণ করে উদ্ভিদ বলয়ের সীমানা নির্ধারণ করেন। কোপেন ক্যানডোলের এই নীতিকে অনুসরণ করে প্রকৃতপক্ষে ক্যানডোলের প্রদত্ত নামগুলিকেই ব্যবহার করে পৃথিবীকে ১টি বৃহৎ জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন এবং প্রতিটি অঞ্চলকে সংক্ষেপে প্রকাশের জন…

একটি মন্তব্য পোস্ট করুন