ভারতে মৌসুমি বায়ুপ্রবাহের খেয়ালিপনা(Vagaries of Indian Monsoon)
ভারতে মৌসুমি বায়ুপ্রবাহের খেয়ালিপনা(Vagaries of Indian Monsoon) ভারতে মৌসুমি বায়ুপ্রবাহ খুব অনিশ্চিত। কোনো বৎসর মৌসুমি বায়ুপ্রবাহের আগমন নির্ধারিত সময়ের আগে ঘটে, কোনো বৎসর আবার নির্ধারিত সময়ের পরে আসে। কোনো বৎসর এই বায়ুপ্রবাহের হয় অতি বৃষ্টি ও বন্যা, আবার কোনো বৎসর বৃষ্টির অভাবে খরা সৃষ্টি হয়। অনিয়মিত বৃষ্টিপাত এই বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য। কখনো খুব স্বল্প সময়ে এত বেশি বৃষ্টি হয় যে বিস্তীর্ণ অঞ্চল জলপ্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরী হয়। আবার দীর্ঘসময় বৃষ্টির অভাবে খরা প্রায় অবস্থার উদ্ভব হয়। সুতরাং মৌসুমি বায়ুপ্রবাহের তথা বৃষ্টিপাতের খামখেয়ালিপনার ফলশ্রুতি হল দুটি বিষয় (১) বন্যা (Flood) এবং (২) খরা (Draught)। ভারতে বন্যা ও খরার প্রকৃতি ও প্রভাব সম্পর্কে নিম্নে আলোচনা করা হল। বন্যা (Flood) : দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কর্তৃক অতিরিক্ত বৃষ্টির প্রভাবে ভারতবর্ষের কোনো না কোনো অংশে প্রতি বৎসরই বন্যা ঘটে থাকে। কখনো এটি দেশের বিস্তীর্ণ অংশে ব্যাপক আকারে, আবার কখনো স্বল্প পরিসরে বিক্ষিপ্ত অঞ্চলে এই বন্যা সৃষ্টি হতে দেখা যায়। ভারতে স্থলভাগের মোট আয়তনের প্রায় ১/৮ অংশ (প্রায় ৪ কোটি হেক্টর এলাকা) বন্…