ম্যালথাসের ও মার্কসের তত্ত্ব ( Theory of Malthusian & marx )

Alborigato
ম্যালথাসের ও মার্কসের তত্ত্ব ( Theory of Malthusian & marx ) ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। যেমন- • ম্যালথাসের মতে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং খাদ্যের উৎপা বৃদ্ধি পায় সমান্তর হারে। কিন্তু শিল্পবিপ্লবের পরবর্তী পর্যায়ে ইউরোপ মহাদেশের অনেক দে জনসংখ্যার বৃদ্ধির তুলনায় খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে- এই ঘটনা লক্ষ করা  গেছে ম্যালথাসের তত্ত্বে কৃষি উৎপাদন প্রাচীন বা প্রথাগত ব্যবস্থার মাধ্যমে করা হয় বলে ধরে নেওয়া হয়েছে। কিন্তু শিল্পে উন্নতি এবং প্রযুক্তিবিদ্যায় উন্নতির ফলে আধুনিক যন্ত্রনির্ভর কৃষিপ্রণালীতে বিপুল পরিমাণে খাদ্যের উৎপাদন বৃদ্ধি ঘটানো সম্ভব। ম্যালথাস এই দিকটিতে একেবারেই আলোকপাত করেননি। (ii) আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারের ফলে কোনো দেশে খাদ্যের জোগানের ঘাটতি দেখা দিলে ওই দেশটি ওই খাদ্যফসল অন্য দেশ থেকে আমদানি করে খাদ্যের ঘাটতি মেটাতে পারে। ম্যালথাস তাঁর তত্ত্বে এ সম্পর্কে কিছু উল্লেখ করেননি। (iv) ইউরোপের কিছু কিছু দেশ, যেমন- সুইডেন, নরওয়ে প্রভৃতি দেশে জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। অথচ ম্যালথাস তাঁ…

একটি মন্তব্য পোস্ট করুন