পশ্চিমবঙ্গের মৃত্তিকা(Soils of West Bengal)
পশ্চিমবঙ্গের মৃত্তিকা(Soils of West Bengal) পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের জলবায়ুর তারতম্যে মৃত্তিকার বিন্যাসেও তারতম্য দেখা যায়। প্রধান শ্রেণির মৃত্তিকাগুলো হল-(১) হিমালয় পার্বত্য মৃত্তিকা, (২) পশ্চিমের ল্যাটেরাইট ও লাল দোআঁশ মৃত্তিকা, (৩) সমভূমির পলি মৃত্তিকা এবং (৪) সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকা। (১) হিমালয় পার্বত্য মৃত্তিকা: দার্জিলিং পার্বত্য অঞ্চলে এবং জলপাইগুড়ির পাহাড়ী এলাকায় কাঁকর মেশানো অগভীর এই মাটির স্তর পাহাড়ের ঢালে গড়ে ওঠে। সাধারণভাবে অনুর্বর হলেও তৃণ ও পচা পাতার জৈব পদার্থ পচে মাটির উর্বরতা কিছুটা বৃদ্ধি করে। লৌহ-মিশ্রিত এই মৃত্তিকা কিছুটা অম্লধর্মীও। চা, কমলালেবু, আলু প্রভৃতি চাষের উপযুক্ত মৃত্তিকা। (২) উত্তরবঙ্গের ডুয়ার্স ও তরাই অঞ্চলের মৃত্তিকাঃ হিমালয় থেকে আগত নদীবাহিত কাঁকর, বালি, পলি ও কাদামিশ্রিত এবং সচ্ছিদ্র। জৈবপদার্থ ও লৌহমিশ্রিত ডুয়ার্স অঞ্চলের মৃত্তিকা চা চাষের উপযোগী। তরাই অঞ্চলের মাটি তিস্তা, মহানন্দা, তোর্সা, জলঢাকা ও তাদের অসংখ্য উপনদীসমূহ হিমালয়ের প্রায় ১০,০০০ ফুট উচ্চতা থেকে পদার্থ বহন করে এনে হিমালয়ের পাদদেশে ২০০-৩০০ ফুট উচ্চতায় বিস্তৃর্ণ অঞ্চলে সঞ্চয় করেছে। এ…