পশ্চিমবঙ্গের নদ-নদী(Rivers of West Bengal)

Alborigato
পশ্চিমবঙ্গের নদ-নদী(Rivers of West Bengal)
পশ্চিমবঙ্গের নদ-নদী(Rivers of West Bengal) নদীমাতৃক এই রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ভূমিরূপ, মৃত্তিকা, অর্থনৈতিক কাজকর্ম এবং জনজীবনে নদনদীর প্রভাব অপরিসীম। অধিকাংশ নদীই হিমালয় পর্বতে অথবা পশ্চিমের মালভূমিতে উৎপন্ন হয়ে দক্ষিণ-পূ ব বাহিনী হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। (১) হিমালয় থেকে উৎপন্ন নদী: গঙ্গা: হিমালয়ের 'গঙ্গোত্রী' হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ফারাক্কার কাছে ধূলিয়ানের নিকট গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়ে একটি ভাগীরথী-হুগলি নামে পশ্চিমবঙ্গোর মধ্য দিয়ে দক্ষিণদিকে এবং অপর শাখাটি পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গা প্রধান নদী। গঙ্গার উপনদী গুলির মধ্যে রয়েছে ভাগীরথী, জলঙ্গী ও ভৈরব। মধ্যবলোর উত্তরতম বিন্দুতে গঙ্গা নদী পূর্ব দিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে এবং দক্ষিণ দিকে ভাগীরথী নামে প্রাবাহিত হয়ে সাগরমুখী হয়েছে। ফারাক্কা ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের সঙ্গে চুক্তি বলে ভাগীরথী নদীর জল প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ভাগীরথী নদী ও ভাগীরথীর উপনদী জলঙ্গি, মাথাভাঙা, চুলী, ইচ্ছামতী প্রভৃতি প্রধাননদী। গাঙ্গেয় বদ্বীপ ম…

একটি মন্তব্য পোস্ট করুন