শক্তি সম্পদ অন্যান্য খনিজ সম্পদ ( Power Resources Other Minerals)
Alborigato
শক্তি সম্পদ অন্যান্য খনিজ সম্পদ ( Power Resources Other Minerals)
শক্তি সম্পদ অন্যান্য খনিজ সম্পদ ( Power Resources Other Minerals) ম্যাঙ্গানিজ (Manganese) ভারত ২০১৫ খ্রিস্টাব্দে ৯-৫ লক্ষ টন ম্যাঙ্গানিজ উত্তোলন করে ষষ্ঠ স্থানে আছে। এই ম্যাঙ্গানিজ সিলোমিলেন, বুনা ও পাইরোলুসাইট শ্রেণির। সাধারণত ইলেকট্রোলাইটিক পদ্ধতিতে আকর থেকে ম্যাঙ্গানিজ নিষ্কাশন করা হয়। উত্তোলক অঞ্চলসমূহঃ • মধ্যপ্রদেশ : ২০১৫-১৬ (৭-৬৩ লক্ষ টন) খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ স্থানে ছিল। বালাঘাট ও ছিন্দোয়ারা জেলা ম্যাঙ্গানিজ উত্তোলনে প্রসিদ্ধ। অন্যান্য ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে রত্নগিরি ও ছোট উদয়পুর। • মহারাষ্ট্রঃ দ্বিতীয় স্থানাধিকারী (৬-১৪ লক্ষ টন, ২০১৫-১৬) রাজ্য। নাগপুর ও ভান্ডারায় প্রচুর ম্যাঙ্গানিজ উত্তোলিত হয়। • ওড়িশাঃ ভারতের তৃতীয় শ্রেষ্ঠ (৩-৮৮ লক্ষ টন, ২০১৫-১৬) ম্যাঙ্গানিজ উত্তোলক রাজ্য। সুন্দরগড়, কেওনঝাড় ও কোরাপুট জেলা ম্যাঙ্গানিজ উত্তোলনে প্রসিদ্ধ। অন্যান্য খনিগুলি রয়েছে বোনাই, কেওনঝাড়, ময়ূরভপ্ত, গাংপুর ও কালাহান্ডি অঞ্চলে। কর্ণাটক : শিমোগা, উত্তর কান্নাড়া ও চিত্রদূর্গ প্রসিদ্ধ উত্তোলক অঞ্চল। এছাড়া বেলগাঁও, টুকুর, সান্দুর, চিকর্মাগালুর অন্যান্য উত্তোলন ক্ষেত্র। • অস্ত্রপ্রদেশের আদিলাবাদ ও ভিজিয়ান…