শক্তি সম্পদ প্রাকৃতিক গ্যাস ( Power Resources Natural Gas)
শক্তি সম্পদ প্রাকৃতিক গ্যাস ( Power Resources Natural Gas) ভারতের প্রাকৃতিক গ্যাস উৎপাদন ভারতে গ্যাস উৎপাদনের ইতিহাস শুরু হয় ১৮৮৯ খ্রিস্টাব্দে অসময়ের ডিগবয় তৈল ক্ষেত্র আবিষ্কারের মধ্য দিয়ে। ভারতে প্রাকৃতিক গ্যাসের অধিকাংশ-ই তৈল খনি থেকে পাওয়া যায়। এছাড়া কেবল গ্যাসক্ষেত্র রয়েছে। ONGC (Oil and Natural Gas Corporation), OIL. (Oil India Limited) এবং বেসরকারি কয়েকটি কোম্পানি বিভিন্ন তৈল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে নিয়োজিত। ভারতে প্রাকৃতিক গ্যাসের আঞ্চলিক বন্টন: ভারতে মুম্বাই হাই থেকে অর্থাৎ বোম্বাই দরিয়া থেকে অধিকাংশ প্রাকৃতিক গ্যাস বর্তমানে উত্তোলিত হয়। দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় অর্ধেক (৫২%, এপ্রিল ১৪- নভেম্বর ১৪) মুম্বাই দরিয়া থেকে উত্তোলিত হয়। এরপরে দক্ষিণ ভারতের উপকূলীয় সমুদ্র দরিয়ার স্থান। মোট উত্তোলনের প্রায় ১/৫ ভাগ আসে এই অঞ্চল থেকে। এপ্রিল ১৪- নভেম্বর ২০১৪ এই সময় প্রাপ্ত পরিসংখ ্যান থেকে দেখা যায় রাজ্যগুলির মধ্যে অসম সর্বাধিক গ্যাস উত্তোলন করে। অসমের ডিগবয়, নারকাটিয়া, দুলিয়াজান, রুদ্রসাগর, গেলেকি, লাকোয়া প্রভৃতি প্রসিদ্ধ গ্যাস উত্তোলন ক্ষেত্র। অসময়ের পর গ্যাস …