জনসংখ্যার বৃদ্ধির হার (Population Growth Rate)
জনসংখ্যার বৃদ্ধির হার (Population Growth Rate) কোনো দেশের মানুষের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয়। P-PXC জনসংখ্যা বৃদ্ধির হার (Growth Rate) = যেখানে P_{z} = বর্তমান জনসংখ্যা। P_{1} = পূর্ববর্তী বছরের জনসংখ্যা। C = 1 ধ্রুবক (Constant) | উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 2001 খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা ছিল 102,75,15.241 । 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা 121,01,93,422 জন। এই 10 বছরে ভাড় জনসংখ্যা বৃদ্ধির হার হবে। উদাহরণ : (1210193422 - 1027515247)/1210193422 * 100 = 182678175/1210193422 * 100 = 15.09% 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার 15.09% ১. প্রতি বছরে গড়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে (15.09% + 10) = 1.509% জনসংখ্যা বৃদ্ধির হার নির্ধারণের দ্বিতীয় সূত্রটি হল জনসংখ্যা বৃদ্ধির হার = (মোট জনসংখ্যা মৃত্যুসংখ্যা) (কোনো স্থানে লোকজন এসে বসা করা নিজের দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া)। জন্মহার (Birth Rate): প্রতি 1000 জন জনসংখ্যা পিছু যতজন শিশুর জন্ম হয়, তাকে জন্মহার বলা হয়। একে স্থূল জন্মহারা বলা হয়। স্থূল জন্মহার (Crude Birth Rate) = এক বছরে জন্মলাভ করেছে যত জীব…