উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধি (Population growth in developing countries)

Alborigato
উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধি (Population growth in developing countries) পৃথিবীর অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি হয়। আফ্রিক এশিয়ার উন্নয়নশীল দেশগুলিতে গড়ে প্রতি মহিলা পিছু প্রজনন হার হল 7 জন। ■ জনসংখ্যার বৃদ্ধির কারণ: (i) অত্যধিক দারিদ্রতার কারণে অনেকে ভাবেন অধিক সন্তান থাকলে বেশি রোজগার হবে। তারা অধিক সন্তানের প্রতি আগ্রহী হয়। (ii) বহু বিবাহ এবং ধর্মীয় অনুশাসনের প্রভাব অনেকক্ষেত্রে পরিবার পিছু সন্তানের সংখ্যা বেশি (iii) স্ত্রীশিক্ষার অভাব, অধিক পুত্রসন্তানের আকাঙ্ক্ষা এবং স্বাস্থ্য সচেতনতার অভাবে জন্মন্না জনসংখ্যা দুটোই বেশি হয়। (iv) পরিবার পরিকল্পনার দুর্বলতা, মৃত্যুহার কমে যাওয়া, বাল্যবিবাহ প্রভৃতি কারণেও জনসংখ্যা ভূর বাড়ছে। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির নির্ধারণ (Determinants of World Population Growt) বর্তমানে পৃথিবীর জনসংখ্যা 700 কোটি (2012) অতিক্রম করেছে। জনসংখ্যা সমগ্র বিশ্ব জুড়েই দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে চলেছে। এই হারে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেলে 2025 খ্রিস্টাব্দে বিশ্বের জন্য 825 কোটি এবং 2050 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা 830 কোটি অতিক্রম করে যাবে। স…

একটি মন্তব্য পোস্ট করুন