জনসংখ্যা: বৃদ্ধি, বন্টন ও মানবোন্নয়ন(Population: Growth, Distribution and Human Development)

Alborigato
জনসংখ্যা: বৃদ্ধি, বন্টন ও মানবোন্নয়ন(Population: Growth, Distribution and Human Development)
জনসংখ্যা: বৃদ্ধি, বন্টন ও মানবোন্নয়ন(Population: Growth, Distribution and Human Development) পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম প্রধান ঘনবসতিপূর্ণ রাজ্য। মোট জনসংখ্যার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। এই জনবসতি সর্বত্র সমানভাবে বন্টিত নয়। উত্তরের পার্বত্য অঞ্চল ও পশ্চিমের মালভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব অপেক্ষাকৃত কম। তবে পশ্চিমবঙ্গের (১০২৯/বর্গ কি. মি., ২০১১) সব জেলার ঘনত্বই ভারতের গড় জনঘনত্বের (৩৮২/ বর্গ কি. মি.) চেয়ে বেশী। রাজ্যের জনঘনত্ব অপেক্ষাকৃত বেশী সেই সব জেলায় যেগুলি কৃষিকাজে অপেক্ষাকৃত উন্নত বা শিক্ষাসংক্রান্ত বিভিন্ন কার্যকলাপ বা এদের সান্নিধ্যে রয়েছে। কলকাতার পৌর এলাকা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও হুগলীতে পৌর এলাকা যথেষ্ট বেশী ও কিছু অংশ কলকাতা শিল্পাঞ্চলের অর্ন্তগত রয়েছে। এই কারণে এই জেলগুলিতে ঘন জনবসতি গড়ে উঠেছে।নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ কৃষিকাজে উন্নতি করায় গ্রামীণ জনবসতিও বেশ ঘন। নিম্নে পশ্চিমবঙ্গের জেলাসমূহ জনসংখ্যা বণ্টনের স্বরূপটি দেওয়া হলঃ লোকবসতির ঘনত্বের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ্যকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়: (১ ) অত্যধিক ঘন জনবসতি (ঘনত্ব ১৮৫০/বর্গ কিমি.-এর বেশী) অ…

একটি মন্তব্য পোস্ট করুন