অধিক জনসংখ্যা বা জনাকীর্ণতা (Over Population)

Alborigato
অধিক জনসংখ্যা বা জনাকীর্ণতা (Over Population)
অধিক জনসংখ্যা বা জনাকীর্ণতা (Over Population) সংজ্ঞা (Definition): কোনো দেশের জনসংখ্যা মোট সম্পদের তুলনায় অধিক হলে জনাকীর্ণতা বলা হয়। অর্থাৎ, কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যার তুলনায় অধিক হলে তাকে জনাকীর্ণতা বলা হয়। জনাকীর্ণ অবস্থা দেখা দিলে কোনো দেশের কার্যকর জমির পরিমাণ কমে যায়। কিন্তু জনসংখ্যা সেই ইলনায় বেশি থাকে। কৃষিজমির ওপর মানুষের চাপ আরও বৃদ্ধি পেতে থাকে। শ্রমশক্তি উদ্‌বৃত্ত হয় এবং শ্রম সম্পদের অপচয় ঘটে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিতে ধনার্জীর্ণতার সমস্যা (Problems of over population) অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে । (b) বিবাহের বয়সের নিম্নসীমার পরিমাণ বাড়ানো হয়েছে। চিনের সংবিধানের 25নং ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে, দেশের আর্থসামাজিক উন্নয়নের ধারার সলো সামঞ্জস্য রেখে জনসংখ্যানীতি বা পরিবার পরিকল্পনার নীতি গ্রহণ করতে হবে। প্রথম শিশু জন্মালে যেমন দম্পতিদের পুরস্কৃত করা হয় তেমনি দ্বিতীয় শিশুর জন্ম দিলে ওই শিশুকে দূরের কোনো স্কুলে ভরতি করতে হয়। ফলে দম্পতিগণ দ্বিতীয় শিশু নেওয়ার সাহস দেখান না। বৈশিষ্ট্য (Characteristics): (i) মানুষ-জমি অনুপাত কাম্য জন…

একটি মন্তব্য পোস্ট করুন