অপ্রচলিত বা বিকল্প বা অচিরাচরিত শক্তিসম্পদ(Non conventional or Alternate Energy)
Alborigato
অপ্রচলিত বা বিকল্প বা অচিরাচরিত শক্তিসম্পদ(Non conventional or Alternate Energy)
অপ্রচলিত বা বিকল্প বা অচিরাচরিত শক্তিসম্পদ(Non conventional or Alternate Energy) সংজ্ঞা : বিকল্প শক্তি সম্পদ যা অবাধ বা পূরণশীল হতে হয় এবং যার ব্যবহার তেমন প্রচলিত নয় তাকে অচিরাচরিত বা অপ্রচলিত বা বিকল্প শক্তি সম্পদ বলে। DNES (Department of Non-conventional Energy Source) হল ভারতে অচিরাচরিত শক্তির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি মন্ত্রক। সুবিধা : (i) কয়লা, খনিজ তেল প্রভৃতি ক্ষয়িত্ব শক্তিসম্পদের সংরক্ষণ হয়। (ii) পরিবেশ দূষণ কমায়। (iii) কাঁচামাল ফুরিয়ে উৎপাদন ব্যাহত হবার প্রশ্ন নেই। (iv) ক্ষুদ্র উদ্যোগে উৎপাদন সম্ভব। (v) জৈব শক্তির ব্যবহারে গ্রামাঞ্চলে বিদ্যুতের চাহিদা মেটানো যায় সৌরশক্তি : সূর্যরশ্মির তাপকে সিলিকন দ্বারা প্রস্তুত সৌরকোশে ধরে রেখে সৌরবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এর সাহায্যে জল গরম, সৌরচুল্লি এবং সৌরবাতির ব্যবহার বিশেষত গ্রামাঞ্চলে শুরু হয়ে গেছে। সৌরশক্তিকে সিলিকন সৌরকোষ-এর মাধ্যমে আংশিকভাবে ব্যবহার করা হচ্ছে। (২) বায়ুশক্তি : বাতাসের গতির সাহায্যে বায়ুকল-এর চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওড়িশা, গুজরাট উপকূলে এ ধরনের বায়ুকূলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ৩,০০০ বেশি বায়ুশক্তি চাল…