পরিব্রাজন সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ (Migration related terms)

Alborigato
পরিব্রাজন সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ (Migration related terms) ■ পরিব্রাজনের উৎসস্থল (Place of origin of migration): যখন কোনো ব্যক্তি কোনো স্থান কিংব অঞ্চল ত্যাগ করে অন্য জায়গায় চলে যান তখন ছেড়ে যাওয়া জায়গাকে পরিব্রাজনের উৎসস্থল বলে গণ করা হয়। যেমন মধ্য এশিয়া থেকে আর্যরা সিন্ধু নদের তীরে এসে বসবাস শুরু করেছিল। তাই আর্যদ্যে পরিমানের উৎসস্থল হল মধ্য এশিয়া। ■ গন্তব্যস্থল (Place of destination): কোনো ব্যক্তি যে স্থানে গিয়ে বসবাস করেন বা স্থান ত্যাগের মাধ্যমে যে নতুন জায়গায় পৌঁছান তাকে গন্তব্যস্থল (Destination) বলে। ■ বহুমুখী পরিব্রাজক এবং বহর্মুখী পরিব্রাজন (Out migrant and out migration): যে ব্যক্তি কিংব ব্যক্তিবর্গ কোনো অঞ্চল ছেড়ে সাময়িকভাবে বা চিরতরে বসবাস করার জন্য গমন করেন তাকে বহিমুী পরিব্রাজক (out migrant) বলে। উৎসস্থল ছেড়ে চলে যাওয়ার এই ঘটনাকে বহির্মুখী পরিব্রাজন বলা হয়। উদাহরণ স্বরূপ বলা যায়, X স্থান থেকে যত সংখ্যক ব্যক্তি Y স্থানে গিয়ে বসবাস করেন। X স্থানে ক্ষেত্রে ওই সংখ্যক লোক বহির্মুখী পরিব্রাজন ঘটিয়েছেন বলে ধরা হবে। ■ অন্তর্মুখী পরিব্রাজক এবং অন্তর্মুখী পরিব্রাজন (In migrant an…

একটি মন্তব্য পোস্ট করুন