নিম্ন প্রজনন হার বিশিষ্ট দেশসমূহ (Low Fertility Trend Countries)
নিম্ন প্রজনন হার বিশিষ্ট দেশসমূহ (Low Fertility Trend Countries) প্রজনন হারের (Fertility rate) দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে, পৃথিবীর উন্নত দেশগুলিতে প্রজনন হার অনেক কম হয়। এসব দেশগুলির আর্থসামাজিক পরিকাঠামো যেমন উন্নত তেমনি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাও খুবই উন্নত। নিম্ন প্রজনন হার বিশিষ্ট দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য শ্রেণিবিভাগ হল- (i) আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, সুইডেন এবং পশ্চিম ও মধ্যইউরোপের দেশগুলিতে প্রজনন হার অত্যন্ত কম। মহিলা-প্রতি গড় প্রজনন হার 2-এরও অনেক কম। এসব দেশগুলির জনসংখ্যা স্থিতিশীল অবস্থায় আছে। (ii) দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশগুলিতে যেমন গ্রিস, ইটালি, পোর্তুগাল, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি প্রভৃতি দেশে মহিলা-প্রতি গড় প্রজনন হার ১ জন। (iii) মধ্যপ্রাচ্য অঞ্চলে অনবরত যুদ্ধবিগ্রহ ও রাজনৈতিক অস্থিরতার জন্য প্রজনন হার কম হয়। এখানে জনসংখ্যা বেশ কম। মহিলা-প্রতি গড় প্রজনন হার প্রায় ১ জন। উন্নত দেশসমূহে নিম্ন প্রজনন হারের কারণ(Cause of low fertility rate in the developed countries):- ইউরোপ, আমেরিকা এমনকি এশিয়ার মধ্যে বেশ ক…