লৌহ আকরিক(leon ore)
লৌহ আকরিক(iron ore) ভূমিকা বর্তমানে যুগের লৌহ আকরিক ব্যবহার সর্বপেক্ষ অধিক বলা যায়। প্রাচীন যুগে ও ভারতের লোহিত ব্যবহার ছিল। ঋকবেদের এই উল্লেখ পাওয়া যায়। ■ ব্যবহার : লৌহ ও ইস্পাত শিল্পের উন্নতির ফলে ভারতে লৌহ-আকরিকের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ভারতে ৬২০০০ কিমি রেলপথ, বহু সহস্র মালগাড়ি ও রেলইঞ্জিন, বহু লক্ষ মোটর, ট্রাক, লৌহ-ইস্পাত নির্মিত বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি, গৃহস্থালির বাসনপত্র, আসবাবপত্র, জানলা, বাড়ি-ঘরের কাঠামো, সেতু তৈরিতে প্রচুর লোহার প্রয়োজন হয়। এ থেকে লৌহ-আকরিকের ব্যবহারিক গুরুত্ব কতখানি বোঝা যায়। লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল (Fundamental of all industries) বলে আখ্যা দেওয়া হয়।। • লৌহ-আকরিকের শ্রেণিবিভাগ: আকরিকে লোহার পরিমাণ অনুসারে প্রধান চার ধরনের। লৌহ-আকরিক ভারতে পাওয়া যায়। এগুলি হল-(১) ম্যাগনেটাইট (Fe,O): কালো রঙের ও সর্বোৎকৃষ্ট লৌহ-আকরিক। ৭২% লোহা থাকে। (২) হেমাটাইট (Fe,O,): লালচে এবং প্রায় ৭০% লোহা এতে থাকে। (৩) লিমোনাইট (2Fe, O, 3H₂O): হলদে-বাদামি রঙের প্রায় ৬০% এর মতো লোহা থাকে। (৪) সিডেরাইট (FeCO,): লোহার পরিমাণ প্রায় ৪৮% এবং দেখতে ধূসর বাদামি…