কৃষিজমিতে জলসেচ দেওয়ার ফলে উদ্ভূত সমস্যা(Irrigation to Agricultural Land leading problems):

Alborigato
কৃষিজমিতে জলসেচ দেওয়ার ফলে উদ্ভূত সমস্যা(Irrigation to Agricultural Land leading problems) : কৃষিজমিতে জলসেচ দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভৌম জলের উত্তোলন ঘটছে, যা পরোক্ষভাবে মাটিতে আর্সেনিক ধাতুর মাত্রা বৃদ্ধি করছে। মাটির জলস্তর নীচে নেমে যায়। এর ফলে পানীয় জলের সংকট দেখা দেয়। ভূমিভাগ বসে যায়, উপকূলীয় অঞ্চলে পানীয় জলের গুণগত মান কমে যায়, এমনকি কৃষিজমির উর্বরতা হ্রাস পায়। ব্যাপকহারে পশুচারণক্ষেত্র গঠনের কারণে জলচক্রে ব্যাঘাত ঘটে। ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত জলধারার গভাবিক প্রভাব নষ্ট হয়। আমাজন অববাহিকার বনভূমির 70% ভূমিভাগ অতিরিক্ত পশুচারণের ফলে নষ্ট হয়ে গেছে। • মৃত্তিকার ক্ষয় ও অবনমন (Soil erosion and degradation): কৃষিজমির পরিমাণ বৃদ্ধির জন্য চুর পরিমাণে বনভূমি কেটে ফেলা হয়েছে। ফলে মাটির ক্ষয়ের হার বাড়ছে, আবার মাটিতে রাসায়নিক সারের অধিক প্রয়োগের ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে। এই কারণে মাটির ওপর পৃষ্ঠপ্রবাহের হার বৃদ্ধি পেয়ে মাটির ক্ষয়কে দ্রুত করছে, গ্রামের দরিদ্র কৃষক এবং অন্যান্য মানুষ গবাদি পশু প্রতিপালন করেন। গোবর সার এবং গোবর গ্যাস পাওয়ার জন্য প্রচুর পরিমাণে জমিতে পশুচারণ করায়। এর ফল…

একটি মন্তব্য পোস্ট করুন